হোম > সারা দেশ > গাজীপুর

নরসিংদীতে সড়কের পাশের বাজারে উঠে গেল ট্রাক, নিহত ৪

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদে সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের বাজারে উঠে গেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন। 

আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়া ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া (৬২), বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম। অপর নিহত ও আহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। 

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবমুখী কাঁচামালবাহী ট্রাকটি মাহমুদাবাদ নামাপাড়ায় এলে ভৈরব থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাজারে উঠে যায়। এতে ঘটনাস্থলেই সবজি বিক্রেতা ও অটোরিকশার যাত্রীসহ তিনজন নিহত হন। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরবসহ আশপাশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। 

ভৈরব হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. নূর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আরেকজনের মৃত্যুর খবর পেয়েছি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০