হোম > সারা দেশ > গাজীপুর

নরসিংদীতে সড়কের পাশের বাজারে উঠে গেল ট্রাক, নিহত ৪

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদে সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের বাজারে উঠে গেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন। 

আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়া ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া (৬২), বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম। অপর নিহত ও আহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। 

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবমুখী কাঁচামালবাহী ট্রাকটি মাহমুদাবাদ নামাপাড়ায় এলে ভৈরব থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাজারে উঠে যায়। এতে ঘটনাস্থলেই সবজি বিক্রেতা ও অটোরিকশার যাত্রীসহ তিনজন নিহত হন। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরবসহ আশপাশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। 

ভৈরব হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. নূর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আরেকজনের মৃত্যুর খবর পেয়েছি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি