গাজীপুরের টঙ্গীতে বালুবোঝাই একটি ট্রাক ট্রাফিক পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। এতে পুলিশের ট্রাফিক বিভাগের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগ।
পুলিশ জানায়, বেপরোয়া গতির গাজীপুরগামী বালুবোঝাই একটি ট্রাক পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে যায়। ট্রাকের ধাক্কায় ট্রাফিক বিভাগে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) চাঁন মিয়া (৩৮) ও কনস্টেবল আল মামুন (২৭) গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকচালক হারুন অর রশিদ ও বালুবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।