হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যা, মা আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। টঙ্গীর পূর্ব আরিচপুর রূপবানেরমারটেক এলাকায় আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুই শিশুর মা সালেহা বেগমকে আটক করেছে পুলিশ।

নিহত দুই শিশু হলো সালেহার মেয়ে মালিহা (৬) ও ছেলে আব্দুল্লাহ (৪)। তাদের বাবার নাম আব্দুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। আব্দুল বাতেন পরিবার নিয়ে টঙ্গীর রূপবানেরমারটেক এলাকায় আটতলা একটি ভবনের তৃতীয়তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলেছে, বিকেলে শিশু দুটির বাবা বাইরে যান। এ সময় দুই শিশুকে নিয়ে মা সালেহা বেগম বাসায় ছিলেন। কিছুক্ষণ পর শিশুদের বাবা আব্দুল বাতেন বাসায় ফিরে ঘরের মেঝেতে দুই সন্তানের রক্তাক্ত লাশ দেখতে পান। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে নিহত শিশু দুটির মা সালেহা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা