হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যা, মা আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। টঙ্গীর পূর্ব আরিচপুর রূপবানেরমারটেক এলাকায় আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুই শিশুর মা সালেহা বেগমকে আটক করেছে পুলিশ।

নিহত দুই শিশু হলো সালেহার মেয়ে মালিহা (৬) ও ছেলে আব্দুল্লাহ (৪)। তাদের বাবার নাম আব্দুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। আব্দুল বাতেন পরিবার নিয়ে টঙ্গীর রূপবানেরমারটেক এলাকায় আটতলা একটি ভবনের তৃতীয়তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলেছে, বিকেলে শিশু দুটির বাবা বাইরে যান। এ সময় দুই শিশুকে নিয়ে মা সালেহা বেগম বাসায় ছিলেন। কিছুক্ষণ পর শিশুদের বাবা আব্দুল বাতেন বাসায় ফিরে ঘরের মেঝেতে দুই সন্তানের রক্তাক্ত লাশ দেখতে পান। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে নিহত শিশু দুটির মা সালেহা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২