হোম > সারা দেশ > গাজীপুর

করোনা টিকা নিয়ে পোশাকশ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা

প্রতিনিধি, টঙ্গী (গাজিপুর)

গাজীপুরের টঙ্গীতে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার এক দিন পর অসুস্থ হয়ে পড়েছেন একটি কারখানায় কয়েকজন শ্রমিক। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে আজ বুধবার কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। টঙ্গীর গাজীপুরা এলাকার শ্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত মঙ্গলবার দিনভর কারখানার প্রায় ১২ শ শ্রমিককে করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হয়। বুধবার সকালে যথারীতি শ্রমিকেরা কাজে যোগ দেন। সকাল ১০টার দিকে কারখানার বেশ কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এতে কারখানার অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের স্থানীয় ইম্পিরিয়াল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেন। তবে অসুস্থ শ্রমিকদের নাম ও পদবি জানায়নি কারখানা কর্তৃপক্ষ।

কারখানা মালিক আমানুল্লাহ চাকলাদার মুঠোফোনে বলেন, গত ১৮ জুলাই শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র নিয়ে মডার্নার টিকা দেওয়া হয়েছিল। এরপর মঙ্গলবার (২৪ আগস্ট) দ্বিতীয় ডোজ দেওয়া হয়। টিকা দেওয়ার পর স্বাভাবিক ভাবেই জ্বর, ব্যথাসহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। বুধবার কাজে যোগ দিয়ে কারখানার কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তবে অন্তত একদিন কারখানা ছুটি দেওয়া হলে এমন ঘটনা হতো না।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, কারখানা ছুটি ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা