হোম > সারা দেশ > গাজীপুর

করোনা টিকা নিয়ে পোশাকশ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা

প্রতিনিধি, টঙ্গী (গাজিপুর)

গাজীপুরের টঙ্গীতে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার এক দিন পর অসুস্থ হয়ে পড়েছেন একটি কারখানায় কয়েকজন শ্রমিক। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে আজ বুধবার কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। টঙ্গীর গাজীপুরা এলাকার শ্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত মঙ্গলবার দিনভর কারখানার প্রায় ১২ শ শ্রমিককে করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হয়। বুধবার সকালে যথারীতি শ্রমিকেরা কাজে যোগ দেন। সকাল ১০টার দিকে কারখানার বেশ কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এতে কারখানার অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের স্থানীয় ইম্পিরিয়াল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেন। তবে অসুস্থ শ্রমিকদের নাম ও পদবি জানায়নি কারখানা কর্তৃপক্ষ।

কারখানা মালিক আমানুল্লাহ চাকলাদার মুঠোফোনে বলেন, গত ১৮ জুলাই শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র নিয়ে মডার্নার টিকা দেওয়া হয়েছিল। এরপর মঙ্গলবার (২৪ আগস্ট) দ্বিতীয় ডোজ দেওয়া হয়। টিকা দেওয়ার পর স্বাভাবিক ভাবেই জ্বর, ব্যথাসহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। বুধবার কাজে যোগ দিয়ে কারখানার কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তবে অন্তত একদিন কারখানা ছুটি দেওয়া হলে এমন ঘটনা হতো না।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, কারখানা ছুটি ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত