হোম > সারা দেশ > গাজীপুর

রাতে মাইক বাজিয়ে উঠান বৈঠক, স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে রাত আটটার পর মাইক বাজিয়ে উঠান বৈঠকের আয়োজন করায় স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া এ জরিমানা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, গাজীপুর–৫ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান। তাঁর পক্ষে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পক্ষে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডের মুনশুরপুর এলাকায় উঠান বৈঠকের আয়োজন করেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বাদল হোসেন। এ সময় মাইক বাজিয়ে বৈঠক করার সময় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

পরে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গের অভিযোগে বাদল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই সময় কালীগঞ্জ পৌরসভার পুরাতন ব্যাংকের মোড় এলাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী ছয়টি মামলায় ছয় ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় কালীগঞ্জ থানায় উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন, বেঞ্চ সহকারী আল আমিন, কালীগঞ্জ থানা–পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব