হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর সিটি নির্বাচন সংসদ নির্বাচনের স্টেজ রিহার্সেল: ইসি আলমগীর

গাজীপুর প্রতিনিধি

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন বলেছেন, গাজীপুরের নির্বাচন শুধু সিটি করপোরেশন নির্বাচন নয়, বলতে গেলে এটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের স্টেজ রিহার্সাল। শুধু বাংলাদেশের মানুষ নয়, বিভিন্ন দেশের মানুষ ও সংস্থা তাকিয়ে আছে যে নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ হবে। 

গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে আজ রোববার বিকেলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। 

প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে মো. আলমগীর বলেন, নির্বাচন কমিশন, ‘পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন থেকে আমরা যাঁরা এখানে আছি, তাঁরা সবাই আপনাদের সহযোগিতা করার জন্য আছি।’ 

উদাহরণ টেনে তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলার যখন আয়োজন করা হয়, তখন আয়োজনকারী সংস্থা কখন খেলা হবে, কোন কোন দেশ খেলবে এবং কোথায় খেলা হবে, তা নির্ধারণ করে। কিন্তু আসল খেলাটা পরিচালনা করেন রেফারি। সব দর্শক তাকিয়ে থাকে রেফারি ও খেলোয়াড়দের দিকে। ২৫ মে সমস্ত জাতি, আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের অনেকগুলো মোড়ল দেশ তাকিয়ে থাকবে আপনাদের দিকে এবং ভোটার ও প্রার্থীদের দিকে। অতএব আপনারা কেমন পারফরম্যান্স করছেন, প্রশংসিত হলে সেটার একটা ভাগ আমরা পাব।’ 

ইসি আলমগীর আরও বলেন, ওই দিন ভোটকেন্দ্রের সর্বাধিনায়ক হচ্ছেন আপনি। সেখানে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও র‍্যাব সবাই আপনার অধীন। কেন্দ্রের বাইরে তারা দায়িত্ব পালন করবে, কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে না। বুথের ভেতরের শৃঙ্খলার দায়িত্ব প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং এজেন্টদের।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা