হোম > সারা দেশ > গাজীপুর

ইঁদুর-বিড়াল খেলতে চাই না: জিসিসি প্রশাসক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে মতবিনিময় সভায় জিসিসি প্রশাসক। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরী বলেছেন, ‘ইঁদুর-বিড়াল খেলতে চাই না। যত দিন দায়িত্বে থাকছি, তত দিন দায়িত্বের সঙ্গে কাজ করতে চাই।’

আজ সোমবার গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরী বলেন, গাজীপুর দেশের একটি বৃহৎ সিটি করপোরেশন। এ নগরীতে পরিবেশ-জনস্বাস্থ্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন, মশকনিধন, ফুটপাত ও সিটি করপোরেশনের দখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারের বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।

জিসিসির প্রশাসক বলেন, জয়দেবপুর রেলক্রসিং এলাকায় একটি ফ্লাইওভার দ্রুত নির্মাণ, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা ও বর্ষায় জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার জনগণের সঙ্গে সমন্বয় করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। জিসিসির উন্নয়ন কার্যক্রমে গণতান্ত্রিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় জনসাধারণ এবং সব অংশীজনের মতামতের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে টঙ্গীতে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও একটি খেলার মাঠ তৈরি করা হচ্ছে।

শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরী বলেন, নগরীতে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আলোচনা করে একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে নগরবাসীর ন্যায্য নাগরিক সেবা নিশ্চিত করার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেবে জিসিসি।

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২