হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে পৃথক স্থান থেকে ২ বৃদ্ধের মরদেহ উদ্ধার 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ও দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

এদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে পারলেও অপর এক ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। 

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে টঙ্গীর রেলওয়ে স্টেশনের পাশে ভাই ভাই আবাসিক হোটেল থেকে আব্দুল মান্নান (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তিনি পটুয়াখালী জেলার দর্শনা থানার অলিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। মান্নান ওই হোটেলে ভাড়ায় থেকে টঙ্গী এলাকার ভিক্ষা করতেন। গত দুই দিন ধরে মান্নানের ভাড়া নেওয়া কক্ষটির দরজা বন্ধ থাকায় হোটেল ব্যবস্থাপক ভাড়ার টাকা আনতে যান। এ সময় দরজা ভেতর থেকে বন্ধ পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। 

একই দিনে দুপুর ১২টার দিকে টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদের ওপর সেতুর পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি থানায় এনে পরিচয় শনাক্তে কাজ করে পুলিশ। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। দুজনই পেশায় ভিক্ষুক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ