হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ।

মৃত নির্মাণ শ্রমিক মো. জাকারিয়া হোসেন (২২) উপজেলার নিজমাওনা গ্রামের সামসুল হকের ছেলে। তিনি উপজেলার নিজমাওনা গ্রামের ক্রাউন ইজি ওয়্যার নামক কারখানায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।

মৃতের স্বজন আমিনুল ইসলাম লিটন বলেন, জাকারিয়া ওই কারখানায় সকালে কাজ করতে আসেন। কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. সামসুল হক বলেন, ‘বিদ্যুতায়িত ছেলে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে ছেলের মরদেহ দেখতে পাই। কীভাবে মারা গেলে কিছুই জানতে পারলাম না।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদেপ চক্রবর্তী বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়ে। পুলিশকে খবর দেওয়ার পরপরই মরদেহ নিয়ে গেছে।

ক্রাউন ইজি ওয়্যার নামক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আসলাম সোহেল বলেন, ‘সব ধরনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নির্মাণকাজ হচ্ছে। মৃত শ্রমিক অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই