হোম > সারা দেশ > গাজীপুর

জাল সনদে সভাপতির পদ গেল বিএনপি নেতার, অধ্যক্ষকে শোকজ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শাহজাহান ফকির। ছবি: সংগৃহীত

জাল সনদ জমা দেওয়ার অভিযোগে গাজীপুরের শ্রীপুরে বরমী ডিগ্রি কলেজের সভাপতি শাহজাহান ফকিরের পদ স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।

একই সঙ্গে সনদ যাচাই ছাড়া কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তাঁর নাম প্রস্তাব করায় কলেজ অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আরা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সভাপতির একাডেমিক সনদের সমস্যা থাকায় তাঁর পদ স্থগিত করা হয়েছে এবং শোকজ করা হয়েছিল। আমরা যথাসময়ে এর জবাবও দিয়েছি।’

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত শাহজাহান ফকির উপজেলা বিএনপির বর্তমান সভাপতি। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে বরমী ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করে। এরপর তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

সেলিম নামের স্থানীয় এক ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তাঁর সনদ নিয়ে আপত্তি জানিয়ে আবেদন করেন। পরে যাচাই-বাছাই করে তাঁর পদ স্থগিত করা হয়।

এ বিষয়ে কথা বলতে বিএনপি নেতা শাহজাহান ফকিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি।

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে