হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মিয়া মারা গেছেন 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা মিয়া (৭৩) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিউরী গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকা বলেন, ‘গতকাল (শনিবার) উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। পরে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।’ 

আজ রোববার বেলা ১১টায় খলাপাড়া দাখিল মাদ্রাসায় প্রথম ও বেলা ২টায় সোম-টিউরী পাকা মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মিয়াকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। 

এ দিকে তাঁর মৃত্যুতে সংসদ সদস্য আখতারউজ্জামান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সম্পাদক আব্দুর রহমান আরমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০