হোম > সারা দেশ > গাজীপুর

এটিএম বুথে কিশোরী ধর্ষণের অভিযোগে নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গ্রেপ্তার লিটন মিয়া। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিটন মিয়া (৪০) নামে এক নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে। বেশি টাকার বেতনে চাকরি জুটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কিশোরীটিকে ডেকেছিলেন তিনি। গতকাল সোমবার রাতে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

লিটন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে ভাড়া থেকে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন।

শ্রীপুর থানার ওসি বলেন, ভুক্তভোগী কিশোরী একটি কারখানায় সল্প বেতনে কাজ করে। ডাচ্‌-বাংলা ব্যাংকের ওই বুথ থেকে নিয়মিত টাকা তুলত সে। সেই সুবাদে নিরাপত্তা প্রহরী লিটন মিয়ার সঙ্গে পরিচয় হয় তার। লিটন তাকে ১২ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেয়। গত রোববার সকাল ৬টার দিকে ভুক্তভোগী কিশোরী এটিএম বুথে আসে। সেখানে এলে লিটন মিয়া এটিএম বুথের ভেতরে পাশের থাই গ্লাস আটকানো কক্ষে নিয়ে তাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী কিশোরী বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার স্বজনেরা থানায় এসে মামলা দায়ের করেন। পুলিশ লিটনকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। লিটন কিছুক্ষণ পরপর তাঁর অবস্থান পরিবর্তন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পৌরসভার আনসার রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের পাঠানো হবে।

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত