হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ট্রেন আটকে রেখে সাতখামাইর স্টেশন চালুর দাবি স্থানীয়দের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুরে ট্রেন আটকে রেখে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশন চালুর দাবিতে ট্রেন চলাচল বন্ধ রেখে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে ‘সুবিধাবঞ্চিত এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে সাতখামাইর স্টেশন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ সোমবার সকাল ১০টা ২৬ মিনিট থেকে ১০টা ৩৭ মিনিট পর্যন্ত নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেন ও এর আগে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে রাখেন আন্দোলনকারীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন দূর্লভপুর গ্রামের প্রবীণ ব্যক্তি ও বিএনপি নেতা নূরুল ইসলাম কারি। আরও বক্তব্য দেন পাপিয়া সুলতানা শিলা, জহিরুল আকন্দ রাজু, মনিরুজ্জামান মনির, এনামুল হক আকন্দ ও আব্দুল আজিজ।

বক্তারা সাতখামাইর রেলস্টেশন পুনরায় চালু করা, পর্যাপ্ত জনবল নিয়োগ, মোহনগঞ্জ এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিতকরণ এবং স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। তাঁরা বলেন, এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে রেলপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ দিন আন্দোলনকারীরা রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশনস) কাছে একটি স্মারকলিপিও পাঠান।

নূরুল ইসলাম কারি বলেন, ‘গত শুক্রবার সকালে ও শনিবার বিকেলে ট্রেন আটকে বিক্ষোভ ও মানববন্ধন করেছি। আজ আবার একই দাবিতে আন্দোলন করছি। দাবিগুলো পূরণ না হলে লাগাতার কর্মসূচির দিকে যেতে হবে।’

এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শামীমা জাহান বলেন, ‘সাতখামাইর স্টেশনে এলাকাবাসী আন্দোলন করছে বলে শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

কাশিমপুর কারাগার থেকে ২৫ বছর পর মুক্তি পেলেন পাকিস্তানি রইস খান

শ্রীপুরে মধ্যরাতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ৯টি কক্ষ পুড়ে ছাই

কালিয়াকৈরে দুই দিনে পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক অসুস্থ, বন্ধ ঘোষণা

গাজীপুরের শ্রীপুর: দখলের কবলে সুতিয়া মোহনা-চরে প্রাচীর

তুরাগতীরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জোড় ইজতেমা

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৮০ কক্ষ পুড়ে ছাই

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে ‌আতঙ্কে ফের অর্ধশতাধিক পোশাককর্মী অসুস্থ

শ্রীপুরে টিকিট কেটে কমলাবাগান দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শ্রীপুরে ট্রাকচাপায় কিশোর নিহত