হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে দুই বন্দীর মারামারি, এক বন্দীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

গাজীপুরে কাশিমপুর কারাগারে দুই বন্দীর মারামারিতে হান্নান মিয়া (৪১) নামে এক বন্দী মারা গেছেন। 

আজ বুধবার বেলা পৌনে ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় কারারক্ষীরা ওই বন্দীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কাশিমপুর কারাগারের কারারক্ষী মো. আব্দুর রহিম জানান, সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগারের মানসিক ওয়ার্ডে দুই বন্দী মারামারিতে জড়ান। এতে হান্নান মিয়া মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজ উদ্দিন মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। 

তিনি আরও জানান, হান্নান কয়েদি হিসেবে বন্দী ছিল। তার কয়েদি নম্বর ৪০৫০ /এ। তবে তার মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাশিমপুর কারাগার থেকে মুমূর্ষু অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই বন্দীর মাথায় আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি