হোম > সারা দেশ > গাজীপুর

হাসপাতালে চিকিৎসকের অপেক্ষায় থেকে শিশু মৃত্যুর অভিযোগ, চিকিৎসকসহ আটক ২ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে চিকিৎসক আসার অপেক্ষায় থেকে চিকিৎসা না পেয়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর মৃত ওই শিশুর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালানোর চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকসহ দুজনকে আটক করেছে পুলিশ। 

আজ রোববার বিকেল পাঁচটার দিকে মাইশা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার অভিযোগে আটক ব্যক্তিরা হলেন—হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান মাহমুদ ও নার্স তানিয়া আক্তার। 

মৃত ওই শিশুর নাম লোকনাথ। সে টঙ্গীর পাগাড় এলাকার হরেন চন্দ্র বর্মণের ছেলে। 

এ বিষয়ে টঙ্গী (পূর্ব) থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মামুন জানায়, রোববার বিকেলে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে শিশু লোকনাথকে নিয়ে তার মা ওই হাসপাতালে আসেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এ সময় প্রায় দুই ঘণ্টা হাসপাতালে চিকিৎসাহীন অবস্থায় থেকে বিকেল পাঁচটার দিকে শিশুটির মৃত্যু হয়। মৃত্যুর খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে রোগীর স্বজনেরা হাসপাতালে ভিড় জমান। 

শিশুটির মা বেবি বর্মণ বলেন, ‘আমার ছেলের শ্বাসকষ্ট হচ্ছিল। বিকেলে তিনটায় হাসপাতালে ভর্তি করার পরও কোনো চিকিৎসা দেয়নি। শুধু ‘ডাক্তার আসছেন’ বলে দেরি করেছে। পরে বেলা পাঁচটার দিকে আমার ছেলে মারা যায়। আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে, আমি মামলা করব।’ 

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান মাহমুদ বলেন, ‘শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শিশুটিকে ভর্তি করা হয়। আমরা অক্সিজেন দিয়েছিলাম। শিশু বিশেষজ্ঞ ডা. শাকিলা শারমিনের জন্য অপেক্ষা করছিলাম।’ 

এ বিষয়ে মাইশা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মতিউর রহমান বলেন, ‘এটা আমাদের কোনো ভুল নয়। আমরা অক্সিজেন দিয়েছিলাম। শিশু বিশেষজ্ঞ আসার আগেই শিশুটির মৃত্যু হয়।’ 

টঙ্গী (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। এখনো লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেব।’ 

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য