হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া এলাকার বিএইচআই এস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। 

বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে শাখা সড়কে প্রথম অবস্থান নেন। পরে শাখা সড়ক থেকে সরে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হোসেন মার্কেট এলাকায় অবস্থান নিতে চেষ্টা করলে পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে শ্রমিকেরা এখনো শাখা সড়কে অবস্থান করছেন বলে জানা গেছে।   

কারখানাটিতে কাজ করেন প্রায় ১ হাজার ৩০০ জন শ্রমিক। 

পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, কারখানাটিতে এখনো গত এপ্রিল মাসের বেতন বাকি। এর মাঝে আজ অর্ধেক বেতন পরিশোধের কথা জানায় মালিকপক্ষ। এ নিয়ে সকাল থেকে বেতনের জন্য অপেক্ষা করতে থাকেন শ্রমিকেরা। কিন্তু দুপুর পেরিয়ে বিকেলে হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছিল না। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে পড়েন শ্রমিকেরা। 

একপর্যায়ে কারখানা থেকে বেড়িয়ে সামনের শাখা সড়কে অবস্থান নেন। এ সময় বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন তারা। পরে পুলিশ গিয়ে তাঁদের বেতনের আশ্বাস দিলেও শ্রমিকেরা কারখানার সামনের শাখা সড়কে অবস্থান করেন। 

কারখানা মালিক ইকবাল হোসেনের মুঠোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, গত এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। মালিকপক্ষ আজ এপ্রিল মাসের অর্ধেক পাওনা পরিশোধের কথা দিলেও তা পরিশোধ করতে পারছিলেন না। শ্রমিকদের দাবি সম্পূর্ণ এক মাসের বেতন পরিশোধ করতে হবে। এ নিয়ে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে পড়েন।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি