হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১১

ঢামেক প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তাওহীদ (৭) নামে আরও এক শিশু মারা গেছে। এ পর্যন্ত এই ঘটনায় ১১ জন মারা গেল। এর আগে এ ঘটনায় গত শনিবার তাওহীদের ছোট বোন তায়েবা (৩) মারা যায়।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় শিশুটি। শিশু তাওহীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

ডা. তরিকুল বলেন, গাজীপুরের ঘটনায় সন্ধ্যার দিকে ইনস্টিটিউটের আইসিইউতে তাওহীদ নামে এক শিশু মারা গেছে। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ডা. তরিকুল আরও বলেন, গাজীপুরের আগুনের ঘটনায় মোট ৩২ জন দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে এসেছিল। এর মধ্যে ১১ জন মারা গেল। চারজনকে ছুটি দেওয়া হয়েছে। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ১৭ জন রোগী ভর্তি আছে। সবার অবস্থাই সংকটাপন্ন।

তাওহীদের চাচা মো. আসাদ বলেন, তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলায়। গাজীপুরে সজল-সুমাইয়া দম্পতির ছেলে তাওহীদ। এ ঘটনায় তাওহীতের ছোট বোন তায়েবা (৩) গত শনিবার মারা যায়। তাওহীদের বাবা মো. সজল গাড়িচালক। মা সুমাইয়া আক্তার গৃহিণী। ঘটনার সময় দুই ভাই-বোন রাস্তায় খেলছিল। তখনই গ্যাসের আগুনে দগ্ধ হয়।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা