হোম > সারা দেশ > গাজীপুর

জমি ভাড়া নিয়ে দখলের অভিযোগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জামাল উদ্দিন (৬২) নামের এক ব্যক্তির জমি ভাড়া নিয়ে তা জোরপূর্বক জবরদখলের অভিযোগ উঠেছে ব্যবসায়ী ফারুক মিয়ার (৫৫) বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী ওই জমির মালিক স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি ও ইউএনও মো. আসসাদিকজামান। 

অভিযোগকারী জামাল উদ্দিন উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের হাবিল শেখের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। অন্যদিকে, অভিযুক্ত ব্যবসায়ী ফারুক মিয়া একই উপজেলার পৌর এলাকার মূলগাঁও গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ইটভাটার ব্যবসা করেন। 

ভুক্তভোগী জামাল উদ্দিন জানান, ১৯৯৩ সাল থেকে ধারাবাহিকভাবে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও মৌজায় ১ হাজার ৩৮১ শতাংশ জমি ইটভাটার ব্যবসার জন্য ভাড়া নেন ব্যবসায়ী ফারুক মিয়া। এ পর্যন্ত তিনি নিয়মিত ভাড়া পরিশোধও করে আসছিলেন। সম্প্রতি ওই জমি নিজেদের প্রয়োজনে ফেরত চাইলে ফারুক মিয়া তা ফেরত দিতে গড়িমসি শুরু করেন এবং জোরপূর্বক জবরদখলের পাঁয়তারা করেন। 

জামাল উদ্দিন বলেন, ‘এরপর আমি নিজের জমির ফেরত পাওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছি।’ 

অভিযুক্ত ব্যবসায়ী ফারুক মিয়া বলেন, ‘ওখানে তাঁর (জামাল উদ্দিন) কোনো জমিই নেই।’ 

ইউএনও মো. আসসাদিকজামান বলেন, ‘এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য মহোদয় স্বাক্ষরিত লিখিত একটি অভিযোগের কপিতে বিষয়টি আমাকে দেখার অনুরোধ করেছেন।’ 

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, ‘এ বিষয়ে আমার কাছে একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিল। আমি বিষয়টি ইউএনও সাহেবকে দেখতে বলেছি।’ 

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার