হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বনের ভেতর থেকে অজ্ঞাত যুবকের পোড়া মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া বিমানবাহিনী গেট এলাকায় ভাওয়াল শালবনের ভেতর থেকে অজ্ঞাত যুবকের পোড়া ও অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানা-পুলিশ। প্রাথমিক অনুসন্ধানের পর মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজ বুধবার বিকেলে উপজেলার হোতাপাড়া এলাকার বনের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, বুধবার বিকেলে স্থানীয় এক ছেলে গাজীপুরের সদর উপজেলাধীন হোতাপাড়া এলাকায় পানির পরিত্যক্ত বোতলসহ অন্যান্য সামগ্রী খুঁজতে যায়। এ সময় উক্ত এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবাহিনী গেটের পূর্ব পাশে বনবিলাস হোটেলের ২ ’শ গজ পূর্বদিকে ভাওয়াল শালবনের ভেতরের নির্জন স্থানে অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে সে আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা জয়দেবপুর থানা-পুলিশকে খবর দেয়। খবর পাওয়ার পর জয়দেবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে। তার পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পিবিআইসহ অন্যান্য সংস্থার সহায়তা চাওয়া হচ্ছে।

ওসি আরও জানান, পরিচয় পাওয়া না গেলে পুলিশ বাদী হয়ে এ সংক্রান্তে হত্যা মামলা দায়ের করা হবে। তদন্ত করে ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করা হবে। 

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত