হোম > সারা দেশ > গাজীপুর

দলে বিশ্বাসঘাতকদের জায়গা হবে না: আজমত উল্লা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগর আওয়ামী লীগে কোনো বিশ্বাসঘাতক ও মীরজাফরদের জায়গা হবে না। আওয়ামী লীগের আগাছা পরিষ্কার করে নেত্রী দল গোছানোর নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খান আজ বুধবার এক সভায় এমন ঘোষণা দেন। 

গাজীপুর সিটি নির্বাচনে পরাজয়ের পর গত ২৮ মে দলীয় সভাপতি শেখ হাসিনা নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে গণভবনে ডেকে নেন। 

সেখানে নির্বাচনের আদ্যোপান্ত জানার পর আজমত উল্লাকে দলের ভেতর থাকা বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দলীয় প্রধান। 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে দলের পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়ে সংগঠনকে ঢেলে সাজানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশের অংশ হিসেবে কাশিমপুর ও কোনাবাড়ী থানা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচন-পরবর্তী মূল্যায়ন সভা হয়। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খানসহ অনেকে। 

বেলা ৩টার দিকে কোনাবাড়ী আওয়ামী লীগের সভা দলীয় কার্যালয়ে হয় এই সভা। সভায় গাজীপুর সিটি নির্বাচনে নৌকার বিরুদ্ধে এবং টেবিল ঘড়ির পক্ষে যেসব নেতা-কর্মী ভূমিকা রেখেছেন, তাঁদের বিষয়ে আলোচনা হয়। 

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘কারা নৌকার বিরুদ্ধে ও টেবিল ঘড়ির পক্ষে কাজ করেছে, প্রকাশ্যে তাঁদের নাম বলতে যদি অসুবিধা হয়, তাহলে আপনারা গোপনে লিখিতভাবে জানান।’ সভায় উপস্থিত অনেক নেতা-কর্মী ‘চিহ্নিত বিশ্বাসঘাতকদের’ নামের তালিকা করে আজমত উল্লার কাছে হস্তান্তর করেন। 

আজমত উল্লা খান জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন-পরবর্তী মূল্যায়ন সভাগুলো মহানগরীর সংসদীয় এলাকা ভিত্তিক আয়োজন করা হয়েছে। প্রথম ধাপে গাজীপুর-১ আসনের অন্তর্ভুক্ত থানাগুলো নিয়ে সভা শুরু হয়েছে। প্রথমদিন কোনাবাড়ি ও কাশিমপুর থানার সভা অনুষ্ঠিত হয়েছে। এ আসনের অপর থানা বাসন থানা আওয়ামী লীগের সভা আগামী ২ জুন হবে। এরপরে গাজীপুর-২ সংসদীয় এলাকার অন্তর্গত কাউলতিয়া সাংগঠনিক থানা ও সদর থানা আওয়ামী লীগের সভা ৩ জুন, গাছা থানা আওয়ামী লীগের সভা ৫ জুন, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের সভা ৮ জুন অনুষ্ঠিত হবে। এসব সভায় স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত থাকবেন। গাজীপুর ৫ আসনের অন্তর্গত মহানগরীর পূবাইল থানা আওয়ামী লীগের সভা ৭ জুন অনুষ্ঠিত হবে। এ সভায় স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি উপস্থিত থাকবেন।

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু