হোম > সারা দেশ > গাজীপুর

বিলে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

বিলের পানিতে গোসল করতে নেমে গাজীপুরের কারখানা বাজার এলাকায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে পানিতে নিখোঁজ হওয়ার পর বিকেলে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মারা যাওয়া কলেজছাত্রের নাম মাশরাফি আলম রোহান (১৭)। সে মহানগরীর বাসন থানাধীন ইটাহাটা এলাকার মোকসেদ আলমের ছেলে ও স্থানীয় সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, ‘শুক্রবার সকালে কয়েকজন বন্ধু মিলে রোহানসহ কয়েকজন বন্ধুর সঙ্গে নৌকা ভ্রমণে বের হয়। তারা মহানগরীর কারখানা বাজারে বিলের পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তার অপর বন্ধুরা গোসল শেষে নৌকায় উঠতে পারলেও রোহান পানিতে তলিয়ে যায়।

এ সময় তার বন্ধু ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা বিকেলের দিকে রোহানের মরদেহ উদ্ধার করে।’

তিনি আরও জানান, ‘এ ব্যাপারে স্বজনদের আবেদনের আলোকে প্রয়োজনীয় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি