হোম > সারা দেশ > গাজীপুর

বিলে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

বিলের পানিতে গোসল করতে নেমে গাজীপুরের কারখানা বাজার এলাকায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে পানিতে নিখোঁজ হওয়ার পর বিকেলে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মারা যাওয়া কলেজছাত্রের নাম মাশরাফি আলম রোহান (১৭)। সে মহানগরীর বাসন থানাধীন ইটাহাটা এলাকার মোকসেদ আলমের ছেলে ও স্থানীয় সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, ‘শুক্রবার সকালে কয়েকজন বন্ধু মিলে রোহানসহ কয়েকজন বন্ধুর সঙ্গে নৌকা ভ্রমণে বের হয়। তারা মহানগরীর কারখানা বাজারে বিলের পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তার অপর বন্ধুরা গোসল শেষে নৌকায় উঠতে পারলেও রোহান পানিতে তলিয়ে যায়।

এ সময় তার বন্ধু ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা বিকেলের দিকে রোহানের মরদেহ উদ্ধার করে।’

তিনি আরও জানান, ‘এ ব্যাপারে স্বজনদের আবেদনের আলোকে প্রয়োজনীয় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪টি গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ