হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে মহাসড়কে যাত্রীবাহী ট্রাকে আগুন

গাজীপুর প্রতিনিধি

চলন্ত ট্রাকে আগুন। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রংপুর থেকে কয়েকটি গরু নিয়ে একটি মিনি ট্রাক ঢাকায় গিয়ে গরু নামিয়ে দেয়। আজ বিকেলে রংপুরে ফেরার পথে ট্রাকের চালক বাড়তি লাভের আশায় বেশ কিছু যাত্রী নিয়ে ফের রংপুরের দিকে যাচ্ছিলেন।

পথে ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়ে। এ সময় হঠাৎ ট্রাকে গ্যাসের লিকেজ থেকে ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন লাগার বিষয়টি পেছনে থাকা অন্য বাসের যাত্রীরা ট্রাকের চালক ও যাত্রীদের জানালে তাঁরা সবাই অন্যদের সহযোগিতায় দ্রুত ট্রাক থেকে নেমে যান। ফলে ট্রাকের চালক ও যাত্রীরা প্রাণে বেঁচে যান। পরে আগুন পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার রায়হান জানান, ধারণা করা হচ্ছে, যানজটের সময় মিনি ট্রাকটি যেখানে দাঁড়িয়েছিল, তার নিচে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ হতাহত হয়নি।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি