হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে মহাসড়কে যাত্রীবাহী ট্রাকে আগুন

গাজীপুর প্রতিনিধি

চলন্ত ট্রাকে আগুন। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রংপুর থেকে কয়েকটি গরু নিয়ে একটি মিনি ট্রাক ঢাকায় গিয়ে গরু নামিয়ে দেয়। আজ বিকেলে রংপুরে ফেরার পথে ট্রাকের চালক বাড়তি লাভের আশায় বেশ কিছু যাত্রী নিয়ে ফের রংপুরের দিকে যাচ্ছিলেন।

পথে ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়ে। এ সময় হঠাৎ ট্রাকে গ্যাসের লিকেজ থেকে ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন লাগার বিষয়টি পেছনে থাকা অন্য বাসের যাত্রীরা ট্রাকের চালক ও যাত্রীদের জানালে তাঁরা সবাই অন্যদের সহযোগিতায় দ্রুত ট্রাক থেকে নেমে যান। ফলে ট্রাকের চালক ও যাত্রীরা প্রাণে বেঁচে যান। পরে আগুন পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার রায়হান জানান, ধারণা করা হচ্ছে, যানজটের সময় মিনি ট্রাকটি যেখানে দাঁড়িয়েছিল, তার নিচে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ হতাহত হয়নি।

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরে মোটরসাইকেল কেনাবেচার ছলে এনসিপি কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১২

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রের মৃত্যু নিয়ে রহস্য