হোম > সারা দেশ > গাজীপুর

রাজেন্দ্রপুরে যাত্রা বিরতির দাবিতে জামালপুর কমিউটার ট্রেন আটকে বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ঢাকা ও ময়মনসিংহগামী সব ধরনের কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আজ রোববার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনটিকে আটকে দেয় মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় জনতা। বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজেন্দ্র রেলওয়ে স্টেশনে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি আটকা ছিল।

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আজগর শেখ বলেন, ‘রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। এখানে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য দীর্ঘ বছর ধরে দাবি করে আসছি। আমরা রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ মন্ত্রণালয়ে দাবি জানিয়ে আসছি কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবির প্রতি ন্যায়বিচার করছে না। তাই আজ স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে মানববন্ধন করছেন। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্ব দেবেন।’

স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম খান বলেন, ‘রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য রাস্তায় নেমে এসেছে সব শ্রেণি-পেশার মানুষ। আমরা আজ একটি ট্রেন দাঁড় করিয়ে এটা জানান দিচ্ছি যে আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিবেন। আশ্বাস না পাওয়া পর্যন্ত ট্রেন আটকে রাখব।’

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ১০টায় জামালপুর কমিউটার ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে আসে। এরপর অবরোধকারীরা ট্রেনটি আটকে দেয়। আমরা ট্রেনটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলেও অবরোধকারীরা শুনছে না। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে সঠিক কোনো আশ্বাস না পাবে, ততক্ষণ পর্যন্ত ট্রেন আটকে রাখবে।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০