হোম > সারা দেশ > গাজীপুর

নাতনিকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে সড়কে গেল প্রাণ নানির

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

নাতনিকে মেয়ের বাড়ি পৌঁছে দিতে গিয়ে মাইক্রোবাসের চাপায় নীলুফা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নাতনি (৭) অক্ষত আছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে গাজীপুরে কাপাসিয়ায় ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নীলুফা বেগম গাজীপুর জেলার জয়দেবপুর থানা পশ্চিম ভবানীপুর গ্রামের মো. মাইনুল মিয়ার স্ত্রী।

নিহতের স্বজন আইনুল মিয়া জানান, নীলুফার মেয়ের শ্বশুরবাড়ি কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের বরুন গ্ৰামে। আজ নাতনিকে মেয়ের বাড়িতে পৌঁছে দিতে বের হন তিনি। রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের সঙ্গে দুর্ঘটনার শিকার হন। সঙ্গে তাঁর নাতনি ছিল। সে শারীরিকভাবে সুস্থ আছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির জানান, একটি দ্রুতগতির মাইক্রোবাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। ওই নারী অটোরিকশার যাত্রী ছিলেন। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মাইক্রোবাসটির সন্ধান চলছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি