গাজীপুরের শ্রীপুরে পরিবেশদূষণকারী কারখানাকে দেওয়া ‘গ্রিন অ্যাওয়ার্ড’ বাতিলের দাবিতে শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয় বরাবর চারটি পরিবেশবাদী সংগঠন স্মারকলিপি দিয়েছে। আজ মঙ্গলবার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এই স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।
এতে বলা হয়েছে, ‘সবচেয়ে বেশি দখল ও দূষণের দায়ে অভিযুক্ত একটি প্রতিষ্ঠানকে (এক্স সিরামিক) ‘গ্রিন অ্যাওয়ার্ড’ দেওয়া আমাদের বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে। এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে আমরা—বাংলাদেশ নদী পরিব্রাজক দল, রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশন, শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শ্রীপুর সাহিত্য পরিষদসহ শ্রীপুর ও গাজীপুরের বিশিষ্ট লেখক, সুশীল সমাজ ও পরিবেশ সচেতন নাগরিকদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবর শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
‘আমরা মনে করি, পরিবেশ ধ্বংসকারীদের পুরস্কৃত করা মানে প্রকৃতিকে অবমূল্যায়ন করা। আমাদের প্রতিবাদ চলবে, কারণ, নদী আমাদের জীবন, প্রকৃতি আমাদের অস্তিত্ব।’
এ বিষয়ে ইউএনও সজীব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশবাদী সংগঠনের পক্ষে একটি স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’