হোম > সারা দেশ > গাজীপুর

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে ২ যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

নিহতরা হলেন-নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জামুদ গ্রামের আব্দুল গনির ছেলে মো. আব্দুল কাদির (৩২) ও একই গ্রামের শাহনেওয়াজ খানের ছেলে মো. কাজল মিয়া (৩৬)। কাজল মিয়া আশুলিয়ার শ্রীপুরের ভলিভদ্র এলাকায় পাঞ্জাবির দোকানে দরজির কাজ করত। 

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফোরকান মোল্লা বলেন, নিহত দুজন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে বাইমাইল ব্রিজের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে পড়ে যায়। এতে উভয়েই নাকে, মুখে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এতে দুজনেই ঘটনাস্থলেই মারা যায়। 

এসআই বলেন, ‘অন্য কোনো গাড়ির ধাক্কায় মৃত্যুর আলামত প্রাথমিকভাবে পাওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি