হোম > সারা দেশ > গাজীপুর

রেলক্রসিংয়ে মাদ্রাসাছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ

তখন বিকেল ৪টা ২৭ মিনিট। একের পর এক জোরেশোরে হুইসেল বাজিয়ে ময়মনসিংহগামী মালবাহী ট্রেন আসছে। এদিকে শ্রীপুর বরমী আঞ্চলিক সংযোগ সড়কে একের পর এক গণপরিবহন যাতায়াত করছে রেলক্রসিং দিয়ে। ট্রেনের হুইসেল যেন কোনো পরিবহনের চালক ও যাত্রীদের কানে যাচ্ছে না। দায়িত্বে থাকা গেটম্যান জসিম তখন তার ঘরে ছিলেন না। এ সময় রেলক্রসিংয়ের পাশে সাহায্য (টাকা) তোলা অবস্থায় কয়েকজন মাদ্রাসার ছাত্র চিৎকার শুরু করেন। ফলে নিশ্চিত দুর্ঘটনায় হাত থেকে রক্ষা পায় দু-পাশের পরিবহনে থাকা যাত্রীদের প্রাণ।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে ঘুণ্টিঘর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ‘গাড়ারন শাহু হুসানিয়া এতিমখানা মাদ্রাসার’ ছাত্র মোহাম্মদ কাউসার মাহমুদ জানান, একের পর এক হুইসেল দিয়ে একটি ট্রেন আসছিল। তারা বেশ কয়েকজন মিলে মাদ্রাসার টাকা ওঠাচ্ছিল। ঠিক এই সময় গেটম্যান তাঁর ঘর থেকে দূরে ছিলেন। দুই দিক থেকে একের পর এক গণপরিবহন যাতায়াত করছে। ট্রেন দ্রুতগতিতে একেবারে কাছে চলে এলেও তারা যাতায়াত করছে। 

এমন সময় পোশাকশ্রমিকবাহী একটি বাস প্রায় রেললাইনে উঠে যাচ্ছিল। এ সময় তারা ‘ট্রেন আসছে, ট্রেন আসছে’ বলে ডাক চিৎকার করে বাসটি থামায়। এর কিছুক্ষণ পর গেটম্যান এসে তড়িঘড়ি করে সিগনাল নামান। সিগনাল নামাতে নামেতে ট্রেনটি পার হয়ে চলে যায়। তারা না থাকলে বেশ কয়েকটি গাড়ি আজ দুর্ঘটনার শিকার হতো, এতে অনেক মানুষের প্রাণহানি ঘটতে পারত বলে জানায় মাদ্রাসার এই ছাত্র। 

তবে শ্রমিকবাহী বাসটি কোন কারখানার তা বলতে পারেনি এই মাদ্রাসাছাত্র। 

শ্রীপুর মোহাম্মদ আলী একাডেমির ছাত্র জিসান বিল্লাহ বলে, ‘আমি বাড়ি যাচ্ছিলাম। এ সময় দেখি মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা ডাকাডাকি করে গাড়ি আটকাচ্ছে। এরপর আমিও ডাকচিৎকার শুরু করি। পরে পাশে আড্ডা দেওয়া গেটম্যান এসে সিগনাল নামানোর চেষ্টা করেন। ততক্ষণে ট্রেন সিগনাল পার হয়ে দ্রুত চলে যায়।’ 

স্থানীয় সমাজকর্মী জুবায়ের হোসেন বলেন, ‘আমি বাড়ি যাওয়ার পথে বিষয়টি জানতে পারি। এ রকম দায়িত্বে অবহেলার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এখানে একটি বাঁক থাকার কারণে দূর থেকে রেললাইন দেখতে পান না পাকা সড়ক দিয়ে চলাচলকারী পরিবহনের চালক ও যাত্রীরা। মাদ্রাসার ছোট্ট শিশুদের জন্য আজ বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীরা।’ 

ঘুণ্টিঘর রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যান মো. জসিম উদ্দিন বলেন, ‘এ সময় কোনো ট্রেন আসার কথা না। হঠাৎ করে ট্রেন চলে আসছে। আমি দৌড়ে এসে গেট নামাই। এটি একটি মালামাল পরিবহনের ট্রেন ছিল। আমি পাশের বাড়িতে অজু করতে গিয়েছিলাম। তাছাড়া এই গেটে কোনো ধরনের টেলিফোনে যোগাযোগ বা মোবাইলে যোগাযোগের ব্যবস্থা নেই।’ 

আপনি তো পাশে বসে গল্প করেছিলেন, মাদ্রাসার ছাত্ররা বলছে—এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ‘এই যাত্রায় মাফ করে দেন।’ 

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ছুটিতে আছি। অন্য একজন দায়িত্ব পালন করছেন। বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। দায়িত্ব পালনে এ ধরনের অবহেলা দুঃখজনক। তার অবহেলায় জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এতিমখানা মাদ্রাসার ছাত্রদের সতর্কতায় কোনো দুর্ঘটনা ঘটেনি। বিষয়টি গুরুত্বসহকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

কালিয়াকৈরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, আটক ১

শ্রীপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ফটকে তালা ঝুলিয়ে পালিয়েছে কারখানা কর্তৃপক্ষ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ

মেয়ের বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল মায়ের

ছিনতাই প্রতিরোধের দাবিতে থানা ঘেরাও এলাকাবাসীর

কালীগঞ্জে চুরির হিড়িক: খোয়া যাচ্ছে কৃষকের সেচ পাম্প থেকে বিদ্যুতের তার, জনমনে আতঙ্ক

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

মনোনয়ন বিরোধে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ-আগুন, আহত ১০