হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিনিধি

মেটা/ 

টঙ্গী: গাজীপুরের টঙ্গী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে টঙ্গীর খৈরতৈল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, মৃতের নাম আলেয়া আলো (২০)। তিনি শেরপুর জেলার কাটাজান গ্রামের সজিব হোসেনের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তাঁদের সংসারে অভাব অনটন চলছিল। স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো আলেয়ার। গতকাল বুধবার সন্ধ্যাতেও কথা কাটাকাটি হয়। রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আলেয়ার ঝুলন্ত মরদেহটি দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে উদ্ধার করে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মরদেহটি গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ