হোম > সারা দেশ > গাজীপুর

ট্রালারের সামনে বজ্রপাত, নদীতে পড়ে যুবক নিখোঁজ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর কালীগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বজ্রপাতের সময় ট্রালার থেকে পড়ে গিয়ে রুপাই হোসেন (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ট্রলারটি শ্রীপুরের বরমির দিকে যাচ্ছিলো। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জামালপুর ইউনিয়নের সাওরাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

রুপাই কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাঘেরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। 

পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে তাঁরা উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শামীম ভূঁইয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজের খবর পেয়ে গাজীপুরের টঙ্গী থেকে ৬ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। মধ্যরাত পর্যন্ত নিখোঁজের সন্ধান না পেয়ে ওইদিনের মত উদ্ধার কাজ শেষে হয়।’ 

ট্রলারের যাত্রীদের বরাত দিয়ে কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো. আজাদ পারভেজ বলেন, ‘বজ্রপাতটি ট্রলারের একটু সামনে পড়ায় অনেকেই ভয় পায়। ট্রলারের পিছনে বসা রুপাই নদীতে পরে গিয়ে নিখোঁজ হয়। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি কালীগঞ্জ পৌর এলাকার বাঘেরপাড়া গ্রাম থেকে একটি পিকনিকের ইঞ্জিন চালিত ট্রলার শ্রীপুরের বরমির দিকে যাচ্ছিলো। ট্রলারটি সন্ধ্যায় উপজেলার সাওরাইদ এলাকায় বজ্রপাতের কবলে পড়ে।’

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে কারখানায় অর্ধশত পোশাকশ্রমিক অসুস্থ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

‎টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

কালিয়াকৈরে তিতাস গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন, আতঙ্কে বাসিন্দারা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার