হোম > সারা দেশ > গাজীপুর

খেলতে বের হয়ে নিখোঁজ শিক্ষার্থী, মাদ্রাসার পুকুর থেকে মরদেহ উদ্ধার 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার পুকুর থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। মেস থেকে খেলতে বের হয়ে আর ফেরেনি সে। পরে ধারণার বসে মাদ্রাসার পুকুরে ডুবুরি দল নামানো হলে ওই কিশোরের মরদেহ উদ্ধার হয়।

আজ বুধবার সকালে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত ওই মাদ্রাসাছাত্রের নাম ঈশান (১৪)। সে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে আসছিল। ঈশান টঙ্গী বাজার আমজাদ আলী সরকার উচ্চবিদ্যালয় রোডের নাসিম উদ্দিন রনির ছেলে। সে উত্তর আউচপাড়া আবাবিল আবাসিক এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করত।

ঈশানের সহপাঠী ও মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, ঈশান মঙ্গলবার মাদ্রাসায় ক্লাস শেষে তার মেসে চলে যায়। পরে বিকেলে খেলার উদ্দেশ্যে মেস থেকে বের হয়। সন্ধ্যায় মেসের সবাই ফিরলেও ঈশান ফেরেনি। পরে মাদ্রাসার মাঠসহ আশপাশের এলাকায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবককে বিষয়টি জানানো হয়। একপর্যায়ে মাদ্রাসার পুকুরে পড়ে থাকতে পারে এমন আশঙ্কায় বুধবার সকালে টঙ্গী দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর চার সদস্যের ডুবুরি দল তল্লাশি চালিয়ে পুকুরের তলদেশ থেকে সকাল সাড়ে ১০টার দিকে ঈশানের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ওই ছাত্রের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি