হোম > সারা দেশ > গাজীপুর

খেলতে বের হয়ে নিখোঁজ শিক্ষার্থী, মাদ্রাসার পুকুর থেকে মরদেহ উদ্ধার 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার পুকুর থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। মেস থেকে খেলতে বের হয়ে আর ফেরেনি সে। পরে ধারণার বসে মাদ্রাসার পুকুরে ডুবুরি দল নামানো হলে ওই কিশোরের মরদেহ উদ্ধার হয়।

আজ বুধবার সকালে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত ওই মাদ্রাসাছাত্রের নাম ঈশান (১৪)। সে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে আসছিল। ঈশান টঙ্গী বাজার আমজাদ আলী সরকার উচ্চবিদ্যালয় রোডের নাসিম উদ্দিন রনির ছেলে। সে উত্তর আউচপাড়া আবাবিল আবাসিক এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করত।

ঈশানের সহপাঠী ও মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, ঈশান মঙ্গলবার মাদ্রাসায় ক্লাস শেষে তার মেসে চলে যায়। পরে বিকেলে খেলার উদ্দেশ্যে মেস থেকে বের হয়। সন্ধ্যায় মেসের সবাই ফিরলেও ঈশান ফেরেনি। পরে মাদ্রাসার মাঠসহ আশপাশের এলাকায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবককে বিষয়টি জানানো হয়। একপর্যায়ে মাদ্রাসার পুকুরে পড়ে থাকতে পারে এমন আশঙ্কায় বুধবার সকালে টঙ্গী দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর চার সদস্যের ডুবুরি দল তল্লাশি চালিয়ে পুকুরের তলদেশ থেকে সকাল সাড়ে ১০টার দিকে ঈশানের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ওই ছাত্রের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা