হোম > সারা দেশ > গাজীপুর

অবৈধ স্থাপনায় চাঁদা দাবির অভিযোগে নারীসহ দুজনকে বেঁধে নির্যাতন

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈরে বনের জমিতে নির্মিত অবৈধ স্থাপনার ছবি তুলে চাঁদা দাবির অভিযোগে নারীসহ দুজনকে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈরে বনের জমি দখল করে নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করে স্থানীয় একটি চক্র। শনিবার সকালে অবৈধ স্থাপনার ছবি তুলে চাঁদা দাবির অভিযোগে নারীসহ দুজনকে খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ওই দুজনকে উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী, অবৈধ দখলদার ও বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার কাচিঘাটা রেঞ্জ অফিসের জাথালিয়া বিট অফিসের আওতায় বন বিভাগের জমি জবরদখল করে দেদার নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। স্থানীয় বন অফিসে টাকা দিয়ে তাদের যোগসাজশে এসব অবৈধ স্থাপনা নির্মাণসহ গাছ পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ সুযোগে দীর্ঘদিন ধরে বাশাকৈর এলাকার মনোয়ারা বেগম, মোশারফ হোসেনসহ বেশ কিছু স্থানীয় বিট অফিসের লোক ভয় দেখিয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারী ও গাছ পাচারকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করছিলেন। টাকা না দিলে ছবি তুলে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন তাঁরা। এ ছাড়াও তাঁদের স্বার্থ হাসিল না হলে বন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মেসেজ পাঠান। টাকা না পেলে অবৈধ স্থাপনা নির্মাণকারী ও বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করেন।

এর ধারাবাহিকতায় শনিবার সকালে মনোয়ারা ও মোশারফ পাশের শিমুলিয়া এলাকার ওয়াসিম মিয়ার অবৈধ স্থাপনার ছবি তোলেন। এসব ছবি তুলে ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। টাকা দিতে অস্বীকার করলে ঘর ভেঙে দেওয়ার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান মনোয়ারা ও মোশারফ। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের আটক করে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন অবৈধ স্থাপনা নির্মাণকারীসহ এলাকাবাসী। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান ফোর্স নিয়ে ওই দুজনকে উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে যান। এ সময় অবৈধ স্থাপনা নির্মাণকারীরা ওই দুজনের বিচারের দাবিতে থানায় অবস্থান নিলে তাঁদের বুঝিয়ে শান্ত করে পুলিশ। এ ঘটনায় দুপুরে ওয়াসিম নামের এক ব্যক্তি বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন।

এ বিষয়ে জাথালিয়া বিট কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরিফ খান চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি আমার জানা নেই। এ ক্ষেত্রে যদি অফিসের কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। ৯৯৯-এ ফোন পেয়ে ওই দুজনকে উদ্ধার করা হয়েছে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি