গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে ছিনতাইকালে দুই ব্যক্তিকে আটক করেছেন র্যাব-১-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. পারভেজ রানা।
আটক ব্যক্তিরা হলেন মো. হিরা (৩২)। বাড়ি গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায়। অপর ব্যক্তি হাফেজ মো. নাছির উদ্দিন (৩৩)। বাড়ি একই এলাকায়।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক মো. পারভেজ রানা বলেন, আজ বিকেলে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া মধ্যপাড়া শাপলা সমবায় সমিতির সামনে ছিনতাই করার সময় তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু, একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
এ ছাড়া ছিনতাইকৃত তিনটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধ স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।