আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। দলীয় মনোনয়ন না পেয়ে গতকাল সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে গতকাল সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে তাঁর নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্যে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন ইকবাল হোসেন সবুজ। এ সময় তিনি বলেন, ‘নেত্রী বলে দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে কোনো বাধা নেই।’
গত রোববার বিকেলে ২৯৮ আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করে আওয়ামী লীগ। গাজীপুর-৩ আসন থেকে এবারও মনোনয়ন চেয়েছিলেন ইকবাল হোসেন সবুজ। কিন্তু এখানে মনোনয়ন পেয়েছেন প্রয়াত সংসদ সদস্য মো. রহমত আলীর মেয়ে, সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি।