হোম > সারা দেশ > গাজীপুর

পুলিশের ভুয়া ফেসবুক আইডি বানিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

পুলিশ, র‍্যাব, বিজিবিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে চাকরির প্রলোভনে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান। 

গ্রেপ্তার লিটন মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বাগমারা গ্রামের বাসিন্দা। 

উপপুলিশ কমিশনার বলেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিমের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে প্রতারক লিটন। পরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে নগদ টাকা আত্মসাৎ করে লিটন। পুলিশের সাইবার টিম ওই ফেসবুক আইডি শনাক্ত করে জামালপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

মোহাম্মদ ইব্রাহীম খান আরও বলেন, গ্রেপ্তার লিটনের জব্দ করা দুটি মোবাইল ফোন পর্যালোচনা করে দেখায়, পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম–ছবি দিয়ে সে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলেছে। সময়-সময় এসব আইডি থেকে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল। 

ভুক্তভোগী পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম আজকের পত্রিকাকে বলেন, তার নাম–ছবি ব্যবহার করে প্রতারক লিটন অন্তত দুই শ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। চাকরির প্রলোভন দেখিয়ে কারও কাছে ১০ হাজার, কারও থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নেয়। মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি–নাম ব্যবহার করে দীর্ঘ দিন ধরে প্রতারণা করছিল।

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব