হোম > সারা দেশ > গাজীপুর

খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় সেপটিক ট্যাংক থেকে ইয়ামিন নামে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রাওনাটর বাজার এলাকার শরিফ মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাওনাট এলাকায় শরীফ আকন্দের বাসায় সিলেটের জেলার জকিগঞ্জের থানার দরগাবাহাদুরপুর গ্রামের সাদ্দাম মিয়া তার স্ত্রী ও এক ছেলে ইয়ামিনকে নিয়ে ভাড়া থাকেন। আজ বুধবার দুপুরের পর থেকে ইয়ামিনকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বাড়ির পেছনের বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতরে ভেসে থাকতে দেখা যায় ইয়ামিনের মৃতদেহ। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেন। 

ইয়ামিনের মা আছিয়া কাঁপতে কাঁপতে বলেন, ছেলে আমাকে বলে গেছে সে খেলতে যাচ্ছে। অনেকক্ষণ তার কোনো খোঁজ খবর না পেয়ে দুপুর একটার দিকে আমি তাকে খোঁজাখুঁজি করতে থাকি। পরে ওই সেপটিক ট্যাংকের সামনে গিয়ে তার মৃতদেহ দেখতে পাই।

 কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, বাচ্চাটি খেলাধুলা করতে গিয়ে এক ফাঁকে ওই সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরিষ্কার করার জন্য সেটি খুলে রাখা হয়েছিল। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা