হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মেহেদী হাসান আকাশ (২৪) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছে।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাইগ্রাম এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান আকাশ উপজেলার বরিশাল ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে। তিনি একটি সিগারেট কোম্পানিতে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, ওই সময় একটি অটোরিকশা যাত্রী নিয়ে যাচ্ছিল। এ সময় রাইগ্রাম এলাকায় পৌঁছালে অপর একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটির ছয় যাত্রী আহত হন। এর মধ্যে মেহেদী হাসান আকাশ নামের ওই যাত্রীকে হাসপাতালে নেওয়া পথে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় মেহেদী হাসান আকাশ নামের এক অটোরিকশা যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ