হোম > সারা দেশ > গাইবান্ধা

সাঘাটায় সেলফি তোলার সময় পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু

প্রতিনিধি

গাইবান্ধা: গাইবান্ধায় যমুনা নদীতে ডুবে কলেজ পড়ুয়া তিন বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সেলফি তোলার সময় সাঘাটা থানা সংলগ্ন নৌকা ঘাট এলাকায় এঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর সদর উপজেলার বাবুপাড়ার মৃত সাইদুর রহমানের মেয়ে বিথি আক্তার (২০), রিতু আক্তার (১৮) ও তাঁদের মামাতো বোন একই পাড়ার মৃত রানা মিয়ার মেয়ে ফাতিমা আক্তার (২০)।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বিথি, রিতু ও মামাতো বোন ফাতিমাসহ তাঁর বড় ভাই সাঘাটা উপজেলার সাথালিয়া গ্রামের পার্থ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার তিন বোন মিলে বাড়ির কাছে যমুনা নদীর সাঘাটা থানা সদর নৌকা ঘাট এলাকায় বেড়াতে যায়। নদীর তীরে দাঁড়িয়ে সেলফি তোলার সময় হঠাৎ করে পায়ের নিচের মাটি ধ্বসে যায়। তখন তিনবোন ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা নদীর গভীর খাদে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

সাথে সাথে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সাঘাটা ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা তিন বোনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার