হোম > সারা দেশ > গাইবান্ধা

বাড়ি থেকে বের হওয়ার পরদিন মিলল বৃদ্ধের গলাকাটা লাশ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সুরত আলী প্রামাণিক (৬০)। আজ শনিবার সকাল ১০টার দিকে সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন ঘাঘট নদের বাঁধের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরত আলী উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষ্মীপুর গ্রামের মৃত খয়বর প্রামাণিকের ছেলে।

নিহত সুরত আলীর ছেলে রফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে সাদুল্লাপুর বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তাঁর বাবা। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। গতকাল রাতেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ-খবর করে তাঁর কোনো সন্ধান পাননি। পরে আজ সকালে এলাকাবাসী জানান তাঁর বাবার গলাকাটা লাশ পড়ে আছে। পূর্বশত্রুতার জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এনায়েত কবির জানান, সকালে রাস্তার পাশে সুরত আলীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা