হোম > সারা দেশ > গাইবান্ধা

বাড়ি থেকে বের হওয়ার পরদিন মিলল বৃদ্ধের গলাকাটা লাশ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সুরত আলী প্রামাণিক (৬০)। আজ শনিবার সকাল ১০টার দিকে সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন ঘাঘট নদের বাঁধের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরত আলী উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষ্মীপুর গ্রামের মৃত খয়বর প্রামাণিকের ছেলে।

নিহত সুরত আলীর ছেলে রফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে সাদুল্লাপুর বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তাঁর বাবা। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। গতকাল রাতেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ-খবর করে তাঁর কোনো সন্ধান পাননি। পরে আজ সকালে এলাকাবাসী জানান তাঁর বাবার গলাকাটা লাশ পড়ে আছে। পূর্বশত্রুতার জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এনায়েত কবির জানান, সকালে রাস্তার পাশে সুরত আলীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত