হোম > সারা দেশ > গাইবান্ধা

ভাঙারির দোকান থেকে বস্তাভর্তি সরকারি বই জব্দ, চার দিন পর মামলা 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে ভাঙারির দোকান থেকে বস্তাভর্তি সরকারি বই জব্দের ঘটনার চার দিন পর থানায় মামলা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার হোসেন বাদী হয়ে গতকাল শনিবার রাতে মামলাটি করেন।

আজ রোববার বিকেলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (প্রহরী) জয়নাল আবেদিন আহাদকে আসামি করা হয়েছে। তিনি ফরকান্দাপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।

এর আগে গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢোলভাঙ্গা বাজারের আব্দুল মোত্তালেবের ভাঙারির দোকান থেকে বইগুলো জব্দ করে পুলিশ। 

সে সময় পুলিশ ও ভাঙারি দোকানি মোত্তালেব জানান, স্থানীয় ঢোলভাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী জয়নাল আবেদিন আহাদ ভ্যানভর্তি বইগুলো তাঁর দোকানে নিয়ে বিক্রির চেষ্টা করেন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিদ্যালয়ের সভাপতি ইমরুল কবির চপল ও প্রধান শিক্ষক আতোয়ার হোসেন বইগুলো আটক করে পুলিশে খবর দেন।

জব্দ করা বইগুলো ২০২২ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের।

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার