হোম > সারা দেশ > গাইবান্ধা

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ উদ্‌যাপন 

গাইবান্ধা প্রতিনিধি, 

গাইবান্ধার পলাশবাড়ীতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকেই মোটরসাইকেল ও ভ্যানে করে জেলার বিভিন্ন এলাকা থেকে (জমিয়তে আহলে হাদিস (সহিহ্ হাদিস) সম্প্রদায়ের লোকজন ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদ চত্বরে আসতে শুরু করেন। পরে মাওলানা আব্দুল মালেকের ইমামতিতে মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এতে তালুক ঘোড়াবান্ধা, দুর্গাপুর, তিনগাছতল, হরিণসিংহাসহ কয়েকটি গ্রামের ৫০ জন মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা যথানিয়মে ঈদের আনন্দ ভাগাভাগি করতে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। 

নামাজ পড়তে আসা তালুক ঘোড়াবান্ধা গ্রামের মোস্তফা বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে আট বছর থেকে আমরা এখানে ঈদ উদ্‌যাপন করছি। চাঁদের অবস্থান জেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখেই একদিন আগে রোজা পালন শুরু করেছিলাম। সে অনুসারে সৌদিতে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এক দিন আগেই আজ শুক্রবার ঈদও উদ্‌যাপন করছি।’

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ