হোম > অপরাধ > ঢাকা

চুরি করে গাড়ি বিক্রি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গেন্ডারিয়া থেকে তিনটি চোরাই গাড়িসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ আলী। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১টি মাইক্রোবাস ও ২টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। 

সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, ‘বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত সাড়ে নয়টায় গেন্ডারিয়া থানার কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মাইক্রোবাস ও একটি চোরাই প্রাইভেটকার আনোয়ার ও জসিমকে গ্রেপ্তার করা হয়।’ 

তিনি আরও বলেন, পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী রাত সাড়ে ১১টায় কাঁটাবন থেকে আরেকটি চোরাই প্রাইভেটকারসহ গাড়ি চোর চক্রের আরেক সদস্য মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। 

হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, ‘গ্রেপ্তারকৃত আনোয়ার বিভিন্ন কৌশলে গাড়ি চুরি করে জসিমের কাছে হস্তান্তর করে। জসিম এসব চোরাই গাড়ি মোহাম্মদ আলীর গ্যারেজ থেকে গাড়ির ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রি করে। যাতে পরবর্তীতে গাড়িগুলো ট্র্যাকিং করা সম্ভব না হয়।’ 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ