মানিকগঞ্জের হরিরামপুরের স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম (৫২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নজরুল ইসলাম তিন দিন আগে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তাঁর স্ত্রী সন্তানসহ পরিবারের কয়েকজন সদস্যও করোনা ভাইরাসে আক্রান্ত বলেও জানা গেছে। নজরুল ইসলামের বাড়ি উপজেলার গালা ইউনিয়নের গোয়ালবাগ এলাকায়।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান মোবাইল ফোনে জানান, নজরুল করোনা আক্রান্ত হয়ে গত তিন দিন আগে মানিকগঞ্জ সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।