হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ট্রাক চাপায় ঠিকাদারসহ নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ শহরতলির বেদগ্রামে দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজনের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে ট্রাক চাপায় এক ঠিকাদারসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম গোল চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নুরু শিকদার (৫০) ও বাবু মণ্ডল (৫৫)। নুরু গোপালগঞ্জ পৌরসভার সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজুর ছেলে। বাবু রাজবাড়ী সদর উপজেলার ছোট রঘুনাথপুর এলাকার হাবিবুর মণ্ডলের ছেলে। অবকাঠামো উন্নয়নমূলক ঠিকাদারি ব্যবসা আছে নুরুর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত হোসেন জানান, সহযোগী বাবুকে নিয়ে কোটালীপাড়া থেকে মোটরসাইকেলে করে শহরে ফিরছিলেন নুরু। বেদগ্রাম গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে উঠলেই ঢাকাগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং নুরু ঘটনাস্থল নিহত হন। বাবু গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাবুকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুরের ভাঙা এলাকায় পৌঁছালে বাবুর মৃত্যু হয় বলে জানান এসআই শওকত।

শওকত আরও জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব