হোম > সারা দেশ > ঢাকা

সাজার বদলে নামাজের আদেশে মহিলা পরিষদের বিস্ময় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাঁজা উদ্ধারের মামলায় দুই আসামি দোষ স্বীকার করায় আদালত সাজার পরিবর্তে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আদেশ দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা সংগঠন। সংগঠনটি মনে করছে সাম্প্রতিক সময়ে কিছু কিছু মামলার রায় ও পর্যবেক্ষণ বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং ন্যায়বিচারের পরিপন্থী।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় তারা। 

সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামে গাঁজা উদ্ধারের মামলায় দুই আসামি দোষ স্বীকার করায় সাজার পরিবর্তে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আদেশ দিয়েছেন আদালত। গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রায় প্রদান করেন। বাংলাদেশ মহিলা পরিষদ আদালত কর্তৃক এ ধরনের শাস্তি প্রদানের ঘটনায় বিস্মিত। 

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ আদালতের প্রতি শ্রদ্ধা, সম্মান ও আস্থা রেখে সকল নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রের প্রচলিত আইন সমুন্নত থাকবে এ প্রত্যাশা করে। 

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন