হোম > সারা দেশ > ঢাকা

সাম্য হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তারের আশ্বাসে শাহবাগ থানা ছাড়লেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানার সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। ছবি: আজকের পত্রিকা

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত সবার গ্রেপ্তার ও বিচারের আশ্বাসে শাহবাগ থানা ছেড়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা দেড়টার দিকে শাহবাগ থানার সামনে থেকে সরে যান তাঁরা।

‎‎এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষক, সাম্যের সহপাঠী, বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় কয়েকশ শিক্ষার্থী বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার সামনে মিছিল নিয়ে আসেন। শিক্ষার্থীদের মিছিলটি ভেতরে প্রবেশ করতে না পারায় গেটের সামনেই বসে পড়েন তাঁরা। পরে শিক্ষকসহ কয়েকজন প্রতিনিধি শাহবাগ থানার ভেতরে প্রবেশ করে।

বেলা দেড়টায় থানা থেকে বেরিয়ে আইইআর এর অধ্যাপক ড. সিরাজুল ইসলাম বলেন, ‘মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। পুলিশ জানিয়েছে নতুন আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগের তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তারা আশ্বাস দিয়েছেন জিজ্ঞাসাবাদ সময়ে বা তার শেষে বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।’

থানা থেকে বেরিয়ে আইইআর এর অধ্যাপক ড. সিরাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: আজকের পত্রিকা

‎‎তিনি বলেন, ‘আমরা আমাদের দাবিদাওয়া সুনির্দিষ্টভাবে তুলে ধরব। এ ছাড়া এই মামলায় এখন পর্যন্ত যেসব ত্রুটিবিচ্যুতি দেখা গেছে সেগুলো তুলে ধরব বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে।’

‎তিনি বলেন, ‘ন্যায় বিচারের স্বার্থে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তবে সবগুলো বিষয় বিবেচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’ পরে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনের অবস্থান ছেড়ে দেন। এ সময় বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান শিক্ষার্থীরা।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ