হোম > সারা দেশ > ঢাকা

সাম্য হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তারের আশ্বাসে শাহবাগ থানা ছাড়লেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানার সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। ছবি: আজকের পত্রিকা

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত সবার গ্রেপ্তার ও বিচারের আশ্বাসে শাহবাগ থানা ছেড়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা দেড়টার দিকে শাহবাগ থানার সামনে থেকে সরে যান তাঁরা।

‎‎এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষক, সাম্যের সহপাঠী, বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় কয়েকশ শিক্ষার্থী বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার সামনে মিছিল নিয়ে আসেন। শিক্ষার্থীদের মিছিলটি ভেতরে প্রবেশ করতে না পারায় গেটের সামনেই বসে পড়েন তাঁরা। পরে শিক্ষকসহ কয়েকজন প্রতিনিধি শাহবাগ থানার ভেতরে প্রবেশ করে।

বেলা দেড়টায় থানা থেকে বেরিয়ে আইইআর এর অধ্যাপক ড. সিরাজুল ইসলাম বলেন, ‘মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। পুলিশ জানিয়েছে নতুন আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগের তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তারা আশ্বাস দিয়েছেন জিজ্ঞাসাবাদ সময়ে বা তার শেষে বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।’

থানা থেকে বেরিয়ে আইইআর এর অধ্যাপক ড. সিরাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: আজকের পত্রিকা

‎‎তিনি বলেন, ‘আমরা আমাদের দাবিদাওয়া সুনির্দিষ্টভাবে তুলে ধরব। এ ছাড়া এই মামলায় এখন পর্যন্ত যেসব ত্রুটিবিচ্যুতি দেখা গেছে সেগুলো তুলে ধরব বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে।’

‎তিনি বলেন, ‘ন্যায় বিচারের স্বার্থে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তবে সবগুলো বিষয় বিবেচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’ পরে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনের অবস্থান ছেড়ে দেন। এ সময় বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান শিক্ষার্থীরা।

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া