হোম > সারা দেশ > ঢাকা

সাম্য হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তারের আশ্বাসে শাহবাগ থানা ছাড়লেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানার সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। ছবি: আজকের পত্রিকা

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত সবার গ্রেপ্তার ও বিচারের আশ্বাসে শাহবাগ থানা ছেড়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা দেড়টার দিকে শাহবাগ থানার সামনে থেকে সরে যান তাঁরা।

‎‎এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষক, সাম্যের সহপাঠী, বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় কয়েকশ শিক্ষার্থী বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার সামনে মিছিল নিয়ে আসেন। শিক্ষার্থীদের মিছিলটি ভেতরে প্রবেশ করতে না পারায় গেটের সামনেই বসে পড়েন তাঁরা। পরে শিক্ষকসহ কয়েকজন প্রতিনিধি শাহবাগ থানার ভেতরে প্রবেশ করে।

বেলা দেড়টায় থানা থেকে বেরিয়ে আইইআর এর অধ্যাপক ড. সিরাজুল ইসলাম বলেন, ‘মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। পুলিশ জানিয়েছে নতুন আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগের তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তারা আশ্বাস দিয়েছেন জিজ্ঞাসাবাদ সময়ে বা তার শেষে বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।’

থানা থেকে বেরিয়ে আইইআর এর অধ্যাপক ড. সিরাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: আজকের পত্রিকা

‎‎তিনি বলেন, ‘আমরা আমাদের দাবিদাওয়া সুনির্দিষ্টভাবে তুলে ধরব। এ ছাড়া এই মামলায় এখন পর্যন্ত যেসব ত্রুটিবিচ্যুতি দেখা গেছে সেগুলো তুলে ধরব বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে।’

‎তিনি বলেন, ‘ন্যায় বিচারের স্বার্থে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তবে সবগুলো বিষয় বিবেচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’ পরে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনের অবস্থান ছেড়ে দেন। এ সময় বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান শিক্ষার্থীরা।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন