হোম > সারা দেশ > ঢাকা

র‍্যাবের হাতে আটক জাবি ছাত্র

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে র‍্যাব-৪। বুধবার বিকেলে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪ এর কমান্ডার মোজাম্মেল হক। হেফাজতে থাকা ও শিক্ষার্থীর নাম বনি আমিন ফকির। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী। 

গত মঙ্গলবার মধ্য রাতে জাবি ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া এলাকার একটি মেস থেকে বনি আমিনকে আটক করে র‍্যাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র বনির বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়ভুনা গ্রামে। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন তিনি। 

কমান্ডার মোজাম্মেল হক বলেন, বনি আমিন র‍্যাবের হেফাজতে আছে। এটা তেমন কিছু না। আমরা তার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার জন্য নিয়ে এসেছি। 

জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, 'ওর বাবা আসতেছেন, তিনি আসলে আগামীকাল আমরা বিষয়টি ডিসপোজাল (নিষ্পত্তি) করতে পারি।' 

এ ব্যাপারে জাবির ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, 'বিষয়টি সম্পর্কে আমরা অবগত। র‍্যাবের সঙ্গে যোগাযোগ হয়েছে। সে এখন র‍্যাব-৪ এর হেফাজতে আছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।' 

এ দিকে বনি আমিনের বাবা আব্দুল জলিল বলেন, ‘আমি শুধু জেনেছি আমার ছেলেকে র‍্যাব ধরে নিয়ে গেছে। এখন পর্যন্ত কারও সাথে কথা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’ 

বনি আমিনের সঙ্গে একই মেসের জাবি ছাত্র মশিউল তন্ময় জানান, মঙ্গলবার রাতে র্যাব-৪ পরিচয় দিয়ে কয়েকজন লোক মেসে ঢুকে তাদের আলাদা একটি কক্ষে রেখে বনী আমিনের কক্ষে তল্লাশি চালায়। এরপর বনী আমিনকে গাড়িতে তুলে নিয়ে যায় তারা। এ সময় তারা বাধা দিলে তাঁরা নিজেদের র্যাব-৪ এর সদস্য বলে পরিচয় দেয় এবং দ্রুত স্থান ত্যাগ করেন। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন