হোম > সারা দেশ > ঢাকা

র‍্যাবের হাতে আটক জাবি ছাত্র

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে র‍্যাব-৪। বুধবার বিকেলে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪ এর কমান্ডার মোজাম্মেল হক। হেফাজতে থাকা ও শিক্ষার্থীর নাম বনি আমিন ফকির। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী। 

গত মঙ্গলবার মধ্য রাতে জাবি ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া এলাকার একটি মেস থেকে বনি আমিনকে আটক করে র‍্যাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র বনির বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়ভুনা গ্রামে। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন তিনি। 

কমান্ডার মোজাম্মেল হক বলেন, বনি আমিন র‍্যাবের হেফাজতে আছে। এটা তেমন কিছু না। আমরা তার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার জন্য নিয়ে এসেছি। 

জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, 'ওর বাবা আসতেছেন, তিনি আসলে আগামীকাল আমরা বিষয়টি ডিসপোজাল (নিষ্পত্তি) করতে পারি।' 

এ ব্যাপারে জাবির ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, 'বিষয়টি সম্পর্কে আমরা অবগত। র‍্যাবের সঙ্গে যোগাযোগ হয়েছে। সে এখন র‍্যাব-৪ এর হেফাজতে আছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।' 

এ দিকে বনি আমিনের বাবা আব্দুল জলিল বলেন, ‘আমি শুধু জেনেছি আমার ছেলেকে র‍্যাব ধরে নিয়ে গেছে। এখন পর্যন্ত কারও সাথে কথা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’ 

বনি আমিনের সঙ্গে একই মেসের জাবি ছাত্র মশিউল তন্ময় জানান, মঙ্গলবার রাতে র্যাব-৪ পরিচয় দিয়ে কয়েকজন লোক মেসে ঢুকে তাদের আলাদা একটি কক্ষে রেখে বনী আমিনের কক্ষে তল্লাশি চালায়। এরপর বনী আমিনকে গাড়িতে তুলে নিয়ে যায় তারা। এ সময় তারা বাধা দিলে তাঁরা নিজেদের র্যাব-৪ এর সদস্য বলে পরিচয় দেয় এবং দ্রুত স্থান ত্যাগ করেন। 

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২