হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে ওয়েল্ডিং কারখানার মালিক ও কর্মচারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বাড্ডা এলাকার সাতারকুলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন- আরিফুল ইসলাম সোহেল (২৮) ও জাহাঙ্গীর আলম (৩২)।

আজ রোববার বেলা ২টার দিকে বাড্ডা সাতারকুল রহমতউল্লাহ গার্মেন্টসের পাশে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টায় তাঁদের মৃত ঘোষণা করেন।

সোহেল ঢাকার নবাবগঞ্জ জেলার আবুল হোসেনের ছেলে। স্ত্রী মেঘলাসহ পরিবার নিয়ে বাড্ডা সাতারকুল তালতলা এলাকায় থাকতেন। সাতারকুল ব্রিজের পাশে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক তিনি।

আর জাহাঙ্গীরের বাড়ি ঢাকার নবাবগঞ্জ বান্দুরা ভক্তনগর গ্রামে। তাঁর বাবার নাম কুদ্দুস বিশ্বাস। থাকতেন উত্তর বাড্ডা স্বাধীনতা সরণিতে। একই ওয়ার্কশপে মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি।

তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা দোকানের কর্মচারী মো. হোসাইন জানান, দুপুরে তাঁরা নয় জন মিলে রহমত উল্লাহ গার্মেন্টস সংলগ্ন রাস্তার পাশে খালি জায়গায় স্টিল দিয়ে ঘর নির্মাণের কাজ করছিলেন। একই জায়গায় রাজমিস্ত্রিরা ইটের গাঁথুনি দিচ্ছিল। ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সেখান থেকে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন সোহেল, জাহাঙ্গীর, মিরাজ (৪৫) ও আদনান।

সহকর্মীরা জানান, সোহেল ও জাহাঙ্গীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পরপরই চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তবে মিরাজ ও আদনান সুস্থ থাকায় তাঁদের হাসপাতালে নেওয়া হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দুজনের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ