হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

সাভার(ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামের এক ব্যক্তিকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। এই ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

এর আগে সোমবার দুপুরে আশুলিয়ার পূর্ব জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক মো. শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নড়াইল জেলা সদর থানার বল্লার টুপ গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। তিনি আশুলিয়ার ভূমিদস্যু এম এ মতিনের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শাহীনুর কবির বলেন, সোমবার দুপুরে পোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকার এমএস গলির রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে শামীম ওরফে মুন্না শেখকে আটক করা হয়। এসময় একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি চায়নিজ কুড়াল, একটি ধারালো দা, তিনটি ছুরি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

শাহীনুর কবির আরও বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য কিছু অপরাধী মিলিত হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে শামীম শেখ ওরফে মুন্না শেখকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, পরিদর্শক (অপারেশন) শফিকুল ইসলাম সুমনসহ আশুলিয়া থানার কর্মকর্তারা।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে