হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মায় মা ইলিশ রক্ষায় হেলিকপ্টার অভিযান

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নড়িয়া উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে বিমানবাহিনীর বিশেষ টিম হেলিকপ্টার নিয়ে এই সমন্বিত অভিযান পরিচালনা করে। 

অভিযানে ছয়টি স্পিডবোট ও ১০টি ট্রলার ব্যবহার করা হয়। অভিযান চলাকালে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আটজন জেলেকে আটক করা হয়। পরে চারজন জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর চারজন জেলেকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বিশেষ এই সমন্বিত অভিযানে নড়িয়া উপজেলার পদ্মা নদী থেকে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ও ইলিশ স্থানীয় দুটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। 

সমন্বিত এই অভিযানে অংশগ্রহণ করেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাজিবুল আলম, জেলা মৎস্য অফিসার প্রণব কুমার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আস্রাফুজ্জামান ভূঁইয়া, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল-নাসিফ, জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪ জন, উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল হক, সুরেশ্বর নৌপুলিশ ইনচার্জ মনিরুল ইসলাম, নড়িয়া ও জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, নড়িয়া-জাজিরা থানা ও নৌপুলিশ সদস্যরা।       

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ