মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নড়িয়া উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে বিমানবাহিনীর বিশেষ টিম হেলিকপ্টার নিয়ে এই সমন্বিত অভিযান পরিচালনা করে।
অভিযানে ছয়টি স্পিডবোট ও ১০টি ট্রলার ব্যবহার করা হয়। অভিযান চলাকালে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আটজন জেলেকে আটক করা হয়। পরে চারজন জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর চারজন জেলেকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বিশেষ এই সমন্বিত অভিযানে নড়িয়া উপজেলার পদ্মা নদী থেকে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ও ইলিশ স্থানীয় দুটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।