হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মায় মা ইলিশ রক্ষায় হেলিকপ্টার অভিযান

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নড়িয়া উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে বিমানবাহিনীর বিশেষ টিম হেলিকপ্টার নিয়ে এই সমন্বিত অভিযান পরিচালনা করে। 

অভিযানে ছয়টি স্পিডবোট ও ১০টি ট্রলার ব্যবহার করা হয়। অভিযান চলাকালে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আটজন জেলেকে আটক করা হয়। পরে চারজন জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর চারজন জেলেকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বিশেষ এই সমন্বিত অভিযানে নড়িয়া উপজেলার পদ্মা নদী থেকে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ও ইলিশ স্থানীয় দুটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। 

সমন্বিত এই অভিযানে অংশগ্রহণ করেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাজিবুল আলম, জেলা মৎস্য অফিসার প্রণব কুমার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আস্রাফুজ্জামান ভূঁইয়া, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল-নাসিফ, জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৪ জন, উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল হক, সুরেশ্বর নৌপুলিশ ইনচার্জ মনিরুল ইসলাম, নড়িয়া ও জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, নড়িয়া-জাজিরা থানা ও নৌপুলিশ সদস্যরা।       

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না