হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

‘তোদের কি আল্লাহ কম দিছে? সকালে এক লাখ টাকা রেডি রাখিস।’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার ছেলের কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে টাকা দাবির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে এক লাখ টাকা দাবির কথা শোনা যায়। তবে টাকা দাবির বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণ।

ভুক্তভোগীর স্বজনেরা জানিয়েছেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার হাজী সফুর উদ্দিনের ছেলে জাহাঙ্গীরের কাছে এই টাকা দাবি করেন।

ভাইরাল অডিওতে শোনা যায়, হিরণ জাহাঙ্গীরের উদ্দেশে বলেন, ‘তোমরা কি আমারে পাগল মনে করো, নাকি আমি ছাগল? তুমি বলছ সকালে আসবা এক লাখ টাকা নিয়া। তুমি আসো। তোমার কাছে টাকা না থাকলে কি তোমাকে বেঁধে রাখব? টাকা না থাকলে তোমার বাবাকে বের করে টাকা আদায় করব, তাতেই চলবে। তুই সকাল বেলা এক লাখ টাকা নিয়ে আয়। বাকি টাকা তোমার বাবাকে বের করে তার কাছ থেকে নেব। তুই যেই গাড়ি দিয়ে ঘোরাফেরা করোস, সেই গাড়ি বন্ধক দিয়ে আমি টাকা নেব। বাকি টাকা তোর বাবার কাছ থেকে নেব আমি। তোদের কি আল্লাহ কম দিছে? সকাল ৮টা-৯টার দিকে এক লাখ টাকা রেডি রাখিস।’

বিষয়টি নিশ্চিত করে ধামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাজি মো. সফুর উদ্দিন বলেন, ‘অডিও রেকর্ডের বিষয়টি সত্য। বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণ বিভিন্ন সময় আমার পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। আমার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা আছে। এই মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে তিন দফায় আমার পরিবারের কাছ থেকে ১৯ লাখ টাকা নিছে হিরণসহ তার লোকজন। দেড় মাস আগে আমার ছেলের কাছ থেকে এক লাখ টাকা নিছে। সেই ঘটনার অডিও রেকর্ড আপনারা পেয়েছেন। সে আমার অনেক ক্ষতি করেছে।’

সফুর উদ্দিন আরও বলেন, ‘আমার নাম মামলায় যুক্ত করেছে হিরণ। এখন সেই মামলা থেকে মুক্ত করে দিবে—এমন কথা বলে দফায় দফায় টাকা নিয়েছে। ২০২২ সালে একটি হত্যা মামলায় আমাকে জড়ানো হয়েছে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারটি মামলা দিয়েছে আমার নামে। এই মামলাগুলো সব রাজনৈতিক মামলা।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বলেন, ‘অডিও রেকর্ডটি এডিট করা। আমি তাদের কাছে টাকা চাইনি। উল্টো তারা মামলা থেকে খালাস পেতে আমাকে বারবার ফোন করেছে। কিন্তু আমি কোনো সুপারিশে যাব না।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আমি এটা নিয়ে হিরণের সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে অডিও রেকর্ডটি এডিট করা। তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি